ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রামে জাতীয়তাবাদী মহিলাদলের ৪ জনের পদ স্থগিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৭, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের জন্য জাতীয়তাবাদী মহিলাদলের কয়েকজন সদস্যের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এক প্রেস রিলিজে মহিলা দলের পক্ষ হতে জানানো হয় দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল-কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি জেসমিনা খানম, আঁখি সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদ লিটা এর প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ২৬.০৪.২০২৩ তারিখে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের দপ্তর সম্পাদক এডভোকেট আয়েশা আক্তার সানজি এই বিষয়ে কেন্দ্র থেকে চিঠি প্রাপ্তির কথা নিশ্চিত করেন।