ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোটের হার ১৪%, বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী নোমান : চট্টগ্রাম-৮

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৭, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-৮ আসনে নিরুত্তাপ উপনির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।

স্বল্প ভোটারের উপস্থিতিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে নৌকা প্রতীকে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫০৮৭ ভোট।

চট্টগ্রাম নগরী ও বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২। তার মধ্যে ১৪ দশমিক ৫৫ শতাংশ ভোট দিয়েছেন বলে ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান।

আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে এই আসনে উপনির্বাচন আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে।

সংসদের মেয়াদ শেষের আট মাস আগে অনুষ্ঠিত এই নির্বাচনে ঘিরে স্থানীয়দের কোনো আগ্রহ দেখা যায়নি, যা ভোটের হারেও স্পষ্ট হয়েছে। বিএনপিসহ অধিকাংশ দল অংশ না নেওয়ায় প্রচার-প্রচারণাও ছিল নিরুত্তাপ।

সকালে দেখা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করছেন। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।

বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা মার্কার এজেন্টদের দেখা গেলেও অন্যান্য প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। ভোটার না থাকায় এজেন্টদের অনেকেই বারান্দায় ঘোরাঘুরি ও গল্প করে সময় কাটাচ্ছিলেন।