ঢাকাশনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক, প্রাইভেট কারসহ স্টিলের ব্রিজ ভেঙে পড়ল নদীতে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৬, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে একটি লরি ট্রাক, প্রাইভেট কারসহ স্টিলের ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে পাঁচজন।

ত্রিশাল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ পাওয়ার গ্রিড অব কম্পানিতে নতুন করে সংযোজনের জন্য বিদ্যুতের ৮০ এমবিএ ট্রান্সফরমার ৪২ চাকার লরি দিয়ে ময়মনসিংহ নেওয়ার পথে বেইলি ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় লরির পাশে থাকা একটি যাত্রীবাহী প্রাইভেট কারও নদীতে পড়ে যায়।

সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ও বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, ‘আমরা পৌনে ৬টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। এতে প্রাইভেট কারে থাকা চার যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, ৪২ চাকার ওভারলোড গাড়িটি যাওয়ায় সময় পুরাতন বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে দুই লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনের গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করত।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল মাহমুদ জানান, ময়মনসিংহে পাওয়ার গ্রিড অব কম্পানিতে নতুন করে ৮০ এমবিএ ট্রান্সফরমার সংযোজনের জন্য ঢাকা থেকে লরিযোগে নিয়ে আসা হচ্ছিল।