ত্রিশাল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ পাওয়ার গ্রিড অব কম্পানিতে নতুন করে সংযোজনের জন্য বিদ্যুতের ৮০ এমবিএ ট্রান্সফরমার ৪২ চাকার লরি দিয়ে ময়মনসিংহ নেওয়ার পথে বেইলি ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় লরির পাশে থাকা একটি যাত্রীবাহী প্রাইভেট কারও নদীতে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, ‘আমরা পৌনে ৬টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। এতে প্রাইভেট কারে থাকা চার যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, ৪২ চাকার ওভারলোড গাড়িটি যাওয়ায় সময় পুরাতন বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে দুই লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল মাহমুদ জানান, ময়মনসিংহে পাওয়ার গ্রিড অব কম্পানিতে নতুন করে ৮০ এমবিএ ট্রান্সফরমার সংযোজনের জন্য ঢাকা থেকে লরিযোগে নিয়ে আসা হচ্ছিল।