সিনেপ্লেক্স থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে থাকবেন শাকিব খান, বুবলী, অপু বিশ্বাস, বাপ্পি চৌধুরী, অনন্ত জলিল, বর্ষা, রোশান, ববি, সজল, পূজা চেরী, আদর আজাদ, জাহরা মিতু, মিশা সওদাগর, ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশী, জয় চৌধুরীর মতো তারকারা।
কয়েকদিন আগেও দেশে টিকে থাকা সিনেমা হলের সংখ্যা ছিল সর্বোচ্চ ৬০টি! জানা গেছে, সিনেমাগুলোর সূত্র ধরেই এবারের ঈদে আরো দেড় শতাধিক হলের তালা খুলেছে।
এবার শাকিবের একমাত্র সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ মুক্তি পাচ্ছে ১০০ সিনেমা হলে। বুবলী ও আদর অভিনীত লোকাল সিনেমা মুক্তি পেয়েছে ১৩ সিনেমা হলে; বাপ্পীর শত্রু মুক্তি পাচ্ছে ২৭ হলে। কিল হিম ১০ সিনেমা হলে, ‘জ্বীন’ সিনেমা মুক্তি পেয়েছে ৯ সিনেমা হলে।
অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ দুটি অডিটোরিয়ামসহ ৯টি হল পেয়েছে। সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।
আলোচিত সিনেমা কয়টি হলে মুক্তি পেয়েছে তা জানা যায়নি। আবু তাওহীদ হিরণ পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এতে আরো অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, আফফান মিতুল প্রমুখ।