ঢাকামঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুরেশ্বরের মুরীদদের লোকনাথ পঞ্জিকা মেনে ঈদের নামাজ আদায়

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২১, ২০২৩ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

লোকনাথ বাংলা পঞ্জিকা মেনে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের মুরীদেরা। সকাল শুক্রবার ১০টায় সুরেশ্বর দরবার শরীফের মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা ঈদ উদ্‌যাপন শুরু করেন। 

ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েকশ মুরীদ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন।  সুরেশ্বর দরবার শরীফের খাদেম মনসুর আলী মৃধা জানান, সৌদি আরব বা অন্য কোনো দেশের নিয়মকানুন সুরেশ্বর দরবার শরীফের মুরীদেরা অনুসরণ করেন না। তারা সব সময় লোকনাথ পঞ্জিকা ফলো করেন এবং সেই অনুযায়ী রোজা রাখেন ও ঈদ উদ্‌যাপন করে থাকেন। বাংলা লোকনাথ পঞ্জিকার সঙ্গে আরবি মাস ও চাঁদের হিসেবের মিল রয়েছে বিধায় তারা প্রতিবছর লোকনাথ পঞ্জিকা মেনে রোজা ও ঈদ পালন করেন।

মনসুর আলী জানান, লোকনাথ পঞ্জিকা মেনে আজ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন সুরেশ্বর দরবার শরীফে প্রায় ১০ লাখ মুরীদ। সুরেশ্বর দরবার শরীফের মাঠে সকাল ১০টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েকশ মুরীদ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মুরীদরা ঈদের নামাজ পড়ে ঈদ পালন করছেন।