ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদ উপলক্ষে মানুষের ভিড় আর যানজটের পরিবর্তে অনেকটা সুনসান ঢাকা-আরিচা মহাসড়ক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২১, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-আরিচা ও পাটুরিয়া মহাসড়ক। ঈদের কয়েক দিন আগে ও পরে এই মহাসড়কে থাকত দুর্বিষহ যানজট, ফেরিঘাট এলাকায় মানুষের জটলা, অতিরিক্ত ভাড়া ও যাত্রী নিয়ে বাসে হুড়োহুড়ি এবং দুর্ঘটনার লম্বা তালিকা। কিন্তু এবারের ঈদুল ফিতরকে কেন্দ্র করে এসবের কিছুই নেই। লঞ্চ ও ফেরিগুলো অনেকটা ফাঁকা জায়গা রেখে নদীতে চলাচল করছে। 

সরেজমিনে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে ঈদ উপলক্ষে মানুষের ভিড় আর যানজটের পরিবর্তে অনেকটা সুনসান ঢাকা-আরিচা মহাসড়ক। ১৯৬৪ সালে ঢাকা-আরিচা সড়ক চালু হওয়ার পর এমন চিত্র এখানে আগে কেউ দেখেনি।

মহাসড়কের বানিয়াজুরী, মানিকগঞ্জ, বরংগাইল স্টেশন ঘুরে দেখা গেছে, অল্প দূরত্বের যাত্রীরা অটোরিকশা-লেগুনা এবং বেশি দূরত্বের যাত্রীরা নিজেদের প্রয়োজন মতো প্রাইভেটকার-বাসে যাতায়াত করছেন। আঞ্চলিক বাসগুলো যাত্রীভর্তি নিয়ে চলাচল করছে।

স্থানীয় লোকজন জানান, ৯০ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ চলাচল করতেন। ১৯৯৮ সালে যান চলাচলের জন্য টাঙ্গাইল অংশে যমুনা সেতু হয়। তখন এই মহাসড়কের ২০ শতাংশ যানবাহন চলাচল কমে যায়। গত বছর পদ্মা সেতু চালু হয়। মূলত এরপর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল কমে যায়। বর্তমানে শুধুমাত্র ফরিদপুর, পাবনার কিছু অংশ, যশোর, রাজবাড়ি, মাগুরাসহ কয়েকটি জেলার মানুষ ব্যবহার করছেন এই মহাসড়ক।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খালেদ নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া ও আরিচা থেকে কাজীরহাট নৌপথ হয়ে নদী পার হয়েছে ৫৭৭টি যাত্রীবাহী বাস, ৮৬২টি মালবাহী ট্রাক, ১ হাজার ৫৩১টি প্রাইভেট কার ও ২ হাজার ৫০০ মোটরসাইকেল। পদ্মা সেতু চালু হওয়ার আগে এই সংখ্যা ছিল কয়েকগুণ বেশি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে যানবাহন পারাপার কমে গেছে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের পরিস্থিতি অনেকটাই ভালো বলে জানান ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান। তিনি বলেন, ‘কোথাও কোনো যানজট নেই। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সদস্যরা রয়েছেন। পুলিশ সুপারের নির্দেশে মহাসড়কের পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।’