ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৫০তম মামলায় জামিন পেলেন রিজভী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৯, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

সাড়ে চার মাস আগে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানহানির মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের ম্যাজিস্ট্রেট রুবেল শেখ তাঁর জামিন মঞ্জুর করেন। গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০টি মামলায় জামিন পেয়েছেন বলে তাঁর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের ৭ ডিসেম্বর পল্টন থানার মামলায় গ্রেপ্তার হওয়ার পর সুপ্রিম কোর্ট, ঢাকার মহানগর দায়রা জজ আদালত, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং কুমিল্লার আদালত থেকে এসব মামলায় জামিন পান রুহুল কবির রিজভী। তাঁর বিরুদ্ধে দায়ের করা বেশির ভাগ মামলায় নাশকতার অভিযোগ আনা হয়েছে। সর্বশেষ মানহানির মামলায় গোপালগঞ্জের আদালত থেকে জামিন পেলেন তিনি।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। পল্টন ও মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপির নেতা রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানো হয়।