ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩২ ঘণ্টায় ৩ কোটি ৬০ লাখ টাকার টোল আদায় বঙ্গবন্ধু সেতুতে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৯, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদযাত্রায় ৩২ ঘণ্টায় রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। ৪১ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে সেতু‌তে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব টোল আদায় হয়। আর আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি যানবাহনের বিপরীতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। বঙ্গবন্ধু সেতু‌ কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা যায়।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর বলেন, ঈদে ঘরমুখী মানুষের চাপে প্রতিবারের মতো এবারও যানবাহনের চাপ বাড়ছে। সেতুর টোল আদায়ে যাতে কোনো বিপত্তি না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩২ ঘণ্টায় সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হ‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেতু‌ কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। মঙ্গলবার দিবাগত রাত থেকেই মহাসড়কটিতে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ করা যাচ্ছে। ফলে এ মহাসড়কে উত্তরের পথে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ‌্যা ছিল ২ হাজার ৭০০।

সিরাজগঞ্জ জেলা পুলিশ ও জেলা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, জেলার ৪৫ কিলোমিটার মহাসড়কে ২০টি ভ্রাম্যমাণ দলসহ মোট সাড়ে ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

যানজটসহ যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাধারণ মানুষের ঈদযাত্রা ভোগান্তিমুক্ত করতে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) খালেকুজ্জামান খান।