ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাইকাররা নিয়ম না মানলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৮, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে সেতু দিয়ে চলতে পারবেন বাইকাররা। 

মঙ্গলবার একনেকের সভা শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে বাইকাররা নিয়ম না মানলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। পদ্মা সেতুর বাঁ পাশে সার্ভিস লেন দিয়ে চলবে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

সেতুমন্ত্রী বলেন, কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করার পরদিন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। প্রথম দিন বিপুলসংখ্যক মোটরসাইকেল সেতু দিয়ে পার হয়। পরদিন সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার।