ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল, গতি হবে ৬০

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৮, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতুতে বাইক চলাচলে অনুমতি দিতে যাচ্ছে সরকার। তবে সেতুতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৬০ কিলোমিটার। 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে মোটরসাইকেলের চলাচল শুরু হবে পদ্মা সেতুতে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে পারবে মোটরসাইকেল।

এদিকে সেতু বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে কিছু শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে কত দিনের জন্য সেতুতে বাইক চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে তা এখনো জানা যায়নি। শর্তগুলো এখনো জানা যায়নি।