ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোহাগের নিষেধাজ্ঞায় পাপনের ‘নো কমেন্টস’

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৭, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এ নিয়ে মুখ খুলেছেন সাবেক ফুটবলারসহ অনেক ক্রীড়াবিদরা। স্বয়ং ক্রীড়া প্রতিমন্ত্রীও ধুয়ে দিয়েছেন বাফুফেকে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এই মুহূর্তে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চান না বলে জানিয়েছেন।

প্রতিবছরের মতো ইফতার পার্টি না করে এবার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে বিসিবি। বিসিবিতে কাজ করেন এমন মানুষদের মাঝে সেসব বিতরণ করে এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে কথা বলেন বোর্ড প্রধান পাপন। তখনই সোহাগ প্রসঙ্গ উঠে আসে।

সোহাগকে নিষেধাজ্ঞার বিষয়ে পাপন বলেন, ‘এটা যেহেতু বাফুফের বিষয়। আর ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি আসলে জানি না। তাই সেটা না জেনে এখনই কোনো মন্তব্য করা উচিৎ হবে না। আমি এই বিষয় নিতে তাই এখন কোনো কথা বলতে চাইনি।’

পাপন ক্রিকেট বোর্ডের সভাপতি হলেও তিনি ফুটবলের বড় একজন ভক্ত। ক্রিকেটে বাংলাদেশের উত্থান হলেও ফুটবলে শুধুই পিছিয়েছে। ফুটবলের সোনালী সময়টা আসলে মিস করেন কিনা জানতে চাইলে পাপন বলেন, ‘আজ এই বিষয় নিয়ে কোনো কথা না বলাই উচিৎ। কারণ এটা সঠিক সময় না।’

বাফুফের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ফিফার নিষেধাজ্ঞা আসার আগে বাফুফে সভাপতি ও বিসিবি সভাপতি জড়িয়েছিলেন বাকযুদ্ধে। সেটাও আবার বাংলাদেশ নারী ফুটবল দলকে কেন্দ্র করে। নতুন করে বাফুফের দুর্নীতির বিষয়টি সামনে আসায় নাজমুল হাসান ‘বিতর্ক’ এড়িয়ে যাচ্ছেন কিনা- এমন প্রশ্নে বলেছেন, ‘তখন আমি মন্তব্য করেছিলাম, কারণ আমাকে নিয়ে কথা বলা হয়েছিল। সেই ক্ষোভ থেকে আমিও মন্তব্য করেছিলাম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তা আসলে আমি জানি না। কোনও বিষয় নিয়ে মন্তব্য করতে হলে তো সে বিষয় জানা থাকা লাগে। তাই এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাই না।’