ঢাকাশনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৫, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে; যা নিয়ন্ত্রণে তিন ঘণ্টা ধরে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটসহ অন্যান্য বাহিনীর সদস্যরা। শনিবার সকালে লাগা আগুন ছড়িয়ে পড়েছে অন্যান্য তলাতেও। চারিদিক ধোঁয়ায় ভরে গেছে; কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠছে।
সকাল পৌনে ৯টায় বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে না তবে ধোঁয়ায় ঢেকে গেছে পুরো মার্কেটসহ আশপাশের অন্যান্য বিপণি বিতান ও এলাকা। মার্কেটটিতে বহু পোশাকের দোকান রয়েছে। নিচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামালা সরিয়ে নিচ্ছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, মিডিয়া) শাহজাহান সিকদার জানান, রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট পাঠানো হয়েছে। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।তিনি আরো জানান, ওই মার্কেটের একটি ভবনের তিনতলায় আগুন লেগেছে। আগুনের কারণে প্রচুর ধোঁয়ায় বের হচ্ছে। ব্যবসায়ীরা তাদের মালামাল বের করার চেষ্টা করছেন।এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ ও সেনাসদস্যরাও অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।