ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঁধে মালামাল বয়ে নিচ্ছে পুলিশও

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৫, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শনিবার সকালে আগুন লাগার ঘটনা ঘটে রাজধানীর নিউ সুপার মার্কেটে। তিন ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অনেক মালামাল পুড়ে গেছে। কিছু কিছু জিনিসপত্র বাঁচাতে পারলেও অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্তরা কিছু মালামাল উদ্ধার করতে পেরেছেন। ব্যবসায়ীরা জীবন বাজি রেখে আগুন লাগা ভবন থেকে মালামাল উদ্ধার করেছেন। আগুন তিনতলায় লাগায় নিচতলা ও দ্বিতীয় তলা থেকে কিছু মালামাল উদ্ধার করেছেন ব্যবসায়ীরা। তাদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে মালামাল সরিয়েছেন বিমান, নৌ, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। মালামাল বহন করতে ও নামাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন ও অনেক সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, তিনতলা দু’তলার ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে বস্তা ভর্তি করে মালামাল নিচে নামাতে সাহায্য করছেন পুলিশ সদস্যরা। আবার মালামাল নিজেরা কাঁধে বহন করে চন্দ্রিমা মার্কেটের সামনে, নিউ মার্কেটের দক্ষিণ গেটে পৌঁছে দিচ্ছেন তারা।ব্যবসায়ী ও দোকানে কর্মচারীরা বলছেন, এই সদস্যদের সহোযোগিতার কারণে মালামাল সরিয়ে নেওয়া সহজ হয়েছে। তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যদি মালামাল না সরাতেন, তাহলে যতটুকু মালামাল সরাতে পেরেছি তা-ও পারতাম না।

নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে সকাল ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নির্বাপণে কাজ করে ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি’র সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৯টা ১০ মিনিটে। তবে নির্বাপণে সময় লাগবে। দোকানিদের মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।