ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লিটনের কি হবে সুযোগ, আজ মাঠে নামছে কেকেআর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৪, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেনসে কেকেআরের আজকের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। লিটন দলে যোগ দেওয়ার পর আজই প্রথমবারের মতো মাঠে নামছে কলকাতা। বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের প্রথম তিন ম্যাচে সাইডবেঞ্চে বসেছিলেন। লিটন কুমার দাসকে কলকাতা আজই তাদের একাদশে জায়গা দেয় কিনা – সেটিই এখন দেখার বিষয়।

এক ম্যাচে বিদেশি কোটায় সর্বোচ্চ চারজনকে খেলাতে পারে আইপিএলের দলগুলো। কলকাতার বিদেশি ক্রিকেটাররা হলেন-  রহমানউল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লকি ফার্গুসন, টিম সাউদি, ডেভিড উইজে, জেসন রয় ও লিটন দাস। একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে লিটনের লড়াইটা হবে মূলত আফগান ওপেনার গুরবাজের সঙ্গে। এখন পর্যন্ত তিন ম্যাচে খেলে এক ফিফটিতে গুরবাজ করেছেন ৯৪ রান। গড় ৩১.৩৩ ও স্ট্রাইক রেট ১৩০.৫৫। এরপরও যদি গুরবাজের পরিবর্তে অন্য কোনো ওপেনারকে খেলাতে চায় কেকেআর, সেক্ষেত্রে বিবেচনায় আসতে পারেন জেসন রয়ও।

ওপেনিং জুটি নিয়ে চিন্তিত কলকাতা। কারণ তিন ম্যাচে গুরবাজের সঙ্গে ওপেন করেছেন তিনজন -মানদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার ও নারায়ণ জাগাদিসন। এদের কেউই দুই অঙ্কের পৌঁছতে পারেননি। ওপেনিংয়ে সাফল্য পেতে তাই দুই বিদেশিকে খেলানোর কথাও ভাবতে পারে কেকেআর। সেক্ষেত্রে গুরবাজের সঙ্গে লিটন আর জেসন রয়ের মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে দলের ম্যানেজমেন্টের ওপর। লিটন আজকের একাদশে সুযোগ পায় কিনা সেটা জানতে হয়তো টস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশি ভক্তদের।