ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আসন্ন ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১২, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়ম মেনে অন্যান্য যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। কিন্তু বাইক চলতে পারবে না।

আজ বুধবার (১২ এপ্রিল) ঈদুল ফিতরের সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে না। তবে নিয়ম মেনে মহাসড়কে মোটরসাইকেল চলাচল করতে পারবে। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিকল্প হিসেবে মাওয়া ফেরিঘাটে ফেরির ব্যবস্থা রাখা হব।

তিনি আরো বলেন, ঈদের তিন দিন আগ থেকে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক এবং লং ভেহিকেল মহাসড়কে চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক এবং লং ভেহিকেলগুলো চলাচল করতে পারবে বলেও জানান তিনি।