ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই পক্ষের গোলাগুলিতে বান্দরবানে নিহত ৮

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৭, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি দুই গ্রুপ সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ এপ্রিল) রোয়াংছড়ি সদর ইউনিয়নের হামতাংপাড়ায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওসি জানান, গত দুই দিন ধরে রোয়াংছড়ি সদর ইউনিয়ন খামতাং পাড়া ও আশেপাশে এলাকায় গণতান্ত্রিক ইউপিডিএফ ও কেএনএফের মধ্যে গোলাগুলি চলছিল। আজ সকালে স্থানীয়রা জানায় খামতাং পাড়ায় কয়েকটি লাশ পড়ে আছে। খবর পেয়ে রোয়াংছড়ি পুলিশ বেলা ১টায় ঘটনাস্থল থেকে আটটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। ওসি বলেন, মরদেহগুলো কোন গ্রুপের তা নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম বলেন, বান্দরবানের রোয়াংছড়ির উপজেলার খামতাংপাড়ায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন আটজন। প্রাথমিকভাবে শুনেছি সাতজন কেএনএফের এবং আরেকজন ইউপিডিএফের। আমাদের তথ্য মতে ঘটনাটি ঘটে শুধু ইউপিডিএফের সাথে।

তিনি জানান, আতঙ্কে এলাকা ছেড়ে চলে আসা ২০০ জন এলাকাবাসী রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। আর বাকি ৭০ জন আশ্রয় নিয়েছে রুমা উপজেলার রুমা বম কমিউনিটি সেন্টারে। ঘটনার পর সেখানে লাশ উদ্ধারের জন্য সেনাবাহিনীর সদস্য ও পুলিশ পাঠানো হয়।

এদিকে বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, রোয়াংছড়ি থানাধীন খামতাংপাড়ায় কিছু মৃতদেহ পড়ে থাকার খবর শুনি। পরে পুলিশ সেখানে গিয়ে আটটি লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠায় ।

তিনি আরও বলেন, নিহতদের নাম, পরিচয় বা ঠিকানা এখনো জানা যায়নি। তবে জানা গেছে দুটি সশস্ত্র দলের মধ্যে এ ঘটানাটি ঘটেছে। দুটি দলের কারা এর সাথে জড়িত এবং কেন ঘটনাটি ঘটল সে বিষয়টি অনুসন্ধান করছি।