ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শুধু বেতন বাড়ানো ছাড়া মেয়েদের সব দাবি যৌক্তিক : কাজী সালাউদ্দিন

নিউজ ডেস্ক । সিটিজি পোস্ট
এপ্রিল ৩, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের ক্রীড়াঙ্গনে এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ‘টাকার অভাবে’ সাফ ফুটবল জয়ী মেয়েদের মিয়ানমার সফর বাতিল হওয়া। এই ইস্যু নিয়ে এতটাই ঝড় উঠেছে যে আড়ালে পড়ে গেছে মেয়েদের বেতন-ভাতা সংক্রান্ত আন্দোলন। বেতন বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে গত ২৩ মার্চ সাফ ফুটবল জয়ী দলের খেলোয়াড়রা অনুশীলন বর্জন করেছিলেন। আজ সোমবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, মেয়েদের দাবিগুলো যৌক্তিক; শুধু বেতন বাড়ানোর দাবি ছাড়া!

নারী দলের এক ফুটবলার বলেছিলেন, ‘২০২৩ সালে এখন পর্যন্ত আমরা কোনো মাসের বেতন পাইনি। সেটার কথা কি আমরা বলতে পারব না? এ ছাড়া সাফ জেতার পর আমাদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটাও হয়নি। ক্যাম্পে খাওয়াদাওয়ার মানও উন্নত হয়নি। এসবের দাবি জানিয়ে আমরা এক দিন অনুশীলন ক্যাম্প বর্জন করেছিলাম। এখন দেখছি, আমাদের আন্তর্জাতিক ম্যাচ খেলাও বন্ধ হয়ে যাচ্ছে।’

মেয়েদের এসব দাবিদাওয়া নিয়ে আজ কাজী সালাউদ্দিন বলেন, ‘মেয়েরা আসছিল, কিছু চাহিদা জানিয়ে গেছে। শুধু এক জায়গায় রিজোনবল নয়। প্রথম হলো ৫ গুণ বেতন বাড়াতে হবে। দ্বিতীয়ত গিয়ার্স দিতে। বিদেশি বুট দিতে। তৃতীয় বলেছে ম্যাচ ফি ও বোনাস দিতে। খাবারের কোয়ালিটি ভালো করতে। ওরা যে পাঁচটি ডিমান্ড দিয়েছে তা লজিকাল। শুধু ৫ গুণ বেতন বাড়ানো ছাড়া। সব মিলিয়ে দেখি ফুডে এক কোটি টাকার বেশি আসে। বুটে আসে ২০ থেকে ২৫ লাখ টাকা। আমি মনে করি জেনুইন চাহিদা।’

সালাউদ্দিন আরো বলেন, ‘তারা ট্রেনিং করা বন্ধ করল। আমি কমিটমেন্ট করেছিলাম ডাবল বেতন দিতে থাকব। সমাধান না আসা পর্যন্ত। তাদের ডেকে বলেছি অনুশীলন বন্ধ করলে তোমাদের লস হবে। আমি চেষ্টা করছি কিভাবে সব কিছু আয়োজন করা যায়। এর মধ্যে ১০-১২টি সভা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে স্থগিত আছে আমাদের ডিপিপিটি। আমি তিন মাস আমার থেকে ডাবল বেতন দেব। এরপর বসে সিদ্ধান্ত নেব কী করা যায়। যা হোক ওরা ট্রেনিং শুরু করেছে। এখন ফান্ড না থাকলে বেতন বাড়াব কিভাবে?’