ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুনামের চেয়ে মিডিয়ায় আমার বদনাম বেশি : কাজী সালাউদ্দিন

নিউজ ডেস্ক । সিটিজি পোস্ট
এপ্রিল ৩, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

অর্থাভাবে মেয়েদের অলিম্পিক বাছাইয়ে পাঠাতে পারেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আজ এ বিষয়েই তিনি মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানে সাংবাদিকদের একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হয়ে কাজী সালাউদ্দিন মিডিয়ার ওপর ক্ষোভ উগড়ে দেন। মিডিয়ায় তাকে নিয়ে যেসব সমালোচনা করা হয়, সেটা নিয়েও উষ্মা প্রকাশ করেন বাফুফে সভাপতি।

যথেষ্ট সময় পেলেও মেয়েদের জন্য কেন টাকা জোগার করতে পারেননি- এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, ‘এক কোটি টাকা জোগাড়ের ক্ষমতা নেই। কেন নেই। ২০ থেকে ২৫ কোটি টাকা তো করি। ওই যে কুয়া থেকে একসময় পানি তুলতে গিয়ে তো একসময় তা শেষ হয়ে যায়। আমাকে তো কেউ দিতেও চায় না।  আমাদের তো সুনাম নেই। মিডিয়াতে সুনামের চেয়ে বদনাম বেশি। এর মধ্যে আজ ৮ মাস ধরে ডিপিপি দিয়ে আসছি। হয়ে যাবে বলে শুনেছি।  এখন অলিম্পিকের টাকা কীভাবে তুলবো।কেউ কেউ বলে অর্থনৈতিক সংকটের কারণে দেয়নি। নানান সংকট দেখিয়েছে।’

মিডিয়ার বিরুদ্ধে চরম ক্ষুব্ধ সালাউদ্দিন আরও বলেন, ‘ওরা (মেয়ে ফুটবলাররা) জেতার পর মিডিয়াতে ওদের বাড়ির কথা আসে। আমি যে বছরে আড়াই কোটি টাকা দিয়ে টেকনিশিয়ান দিয়ে খেলাচ্ছি তা আসে না। আপনারা চাইছেন কতটুকু সমালোচনা করা যায়। আপনারা তো সাহায্য করছেন না। এটা আমার বাবার চেয়ার না। সবসময় থাকবে না। যে কেউ আসতে পারে। এটা কোনও ভাষা হলো জাতীয় মিডিয়া বলছে বসে বসে ডুগডুগি বাজাচ্ছে। এটা আঘাত করে আমাকে।’