ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতাকে বহিষ্কার

নিউজ ডেস্ক । সিটিজি পোস্ট
এপ্রিল ১, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

বহিষ্কৃতরা হলেন- যুবদল পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ ও পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খান।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতিমধ্যে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

শুক্রবার মিরপুরে পল্লবী কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। এ সময় কয়েকটি ক্যামেরাও ভাঙচুর করা হয়। এ ঘটনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছিলেন, আওয়ামী লীগের দালালরা অনুষ্ঠানে ঢুকে বিশৃঙ্খলা করেছে।