সিরাজগঞ্জের তাড়াশে পুকুর খননের সময় একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। বেলে পাথরে নির্মিত মূর্তিটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে উপজেলার ঘরগ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘরগ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইসাহাক আলী জানান, শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে তার গ্রামের আব্দুল কাদেরের পুকুর শ্রমিকরা সংস্কার করতে গেলে সেখান মাটির নিচে থাকা পাথরের ভাঙা অর্ধেক একটি বিষ্ণুমূর্তি তারা দেখতে পান।
মূর্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সেখানে শত শত লোক ভিড় জমায় একনজর দেখার জন্য। পরে তাড়াশ থানার পুলিশ খবর পেয়ে মূর্তিটি থানায় নিয়ে যায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে বিষ্ণুমূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া হবে।