ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক । সিটিজি পোস্ট
মার্চ ৩১, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে বর্ষা (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, খেলার সময় অসাবধানতাবশত শিশুটি ওই গর্তে পড়ে গিয়েছিল। পরে সেখানে জমে থাকা পানিতে ডুবে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় ওই ভবন মালিকের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফট স্থাপনের গর্ত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বর্ষা ওই এলাকার মো. আসলামের মেয়ে। সে স্থানীয় শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাদের বাসার পাশে আনুমানিক ২০ গজ দূরে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় শিশুটি গর্তে পড়ে গিয়েছিল। পরে আর উঠতে পারেনি। পরে সেখানে জমে থাকা পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। শিশুটি সেখানে একাই খেলছিল।

ওসি আরও বলেন, এ ঘটনায় শুক্রবার ওই ভবনের মালিক ও নিরাপত্তারক্ষীকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।