ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রানা প্লাজার শ্রমিক হত্যার ১০ বছর ও অবিলম্বে মজুরি বোর্ড গঠন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৩১, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রানা প্লাজার শ্রমিক হত্যার ১০ বছর ও অবিলম্বে মজুরি বোর্ড গঠন , ২৫ হাজার টাকা মজুরির দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলার শ্রমিক সমাবেশ ইপিজেডে অনুষ্ঠিত হয়।

 

এসময় চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের উর্ধ্বগতি সাধারণ মানুষের আয়সীমা অতিক্রম করেছে। সাধারণ মানুষের যে প্রোটিনের উৎস মাছ, মাংস, ডিম খাওয়া কমিয়ে দিতে বাধ্য হয়েছে। দেশে বর্তমানে নিরব মাত্রা দুর্ভিক্ষ চলেছে।এ অবস্থায় গার্মেন্ট শ্রমিকদের বেতন বৃদ্ধি করে অবিলম্বে ২৫০০০ টাকা মজুরি ধার্য করার দাবি জানায়।

 

গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলার সমন্বয়কারী মিজানুর রহীম চৌধুরীর উপস্থিতিতে জেলার সদস্য সচিব ইপিজেড শাখার আহবায়ক মোঃ সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় উপদেষ্টা হাসান মারুফ রুমী, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ন আহবায়ক চিরন্তন চিরু, বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলার যুগ্ম সমন্বয়কারী শহিদ শিমুল,জেলা সদস্য এডভোকেট মানিক শাহাদাৎ, ইপিজেড শাখার যুগ্ম আহ্বায়ক শিউলি আক্তার ,রহীমা বেগম, ইপিজেড শাখার সদস্য সচিব মোঃ কামাল, যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল প্রমুখ, সভা পরিচালনা করেন

জেলার অন্যতম সদস্য লোকমান হোসেন জনি, বক্তারা রানা প্লাজা হত্যাকান্ডের বিচার, অবিলম্বে মজুরি বোর্ড গঠন ও ২৫ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক শ্রেণী সহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।