ঢাকাসোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের রামপালে দিঘি থেকে পাথরের মূর্তি উদ্ধার

নিউজ ডেস্ক । সিটিজি পোস্ট
মার্চ ৩১, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের রামপালে প্রায় পাঁচ কেজি ওজনের একটি পাথরের মূর্তির মাথা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সদর উপজেলার এনায়েতনগর এলাকায় অবস্থিত রাজা বল্লাল সেনের দিঘি থেকে মূর্তির মাথাটি পান একদল শ্রমিক। পরে সেটি জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা দেওয়া হয়। 

জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারী জানান, স্থানীয় কৃষক মো. রহমত উল্লাহ দেওয়ান শ্রমিকদের দিয়ে দিঘি থেকে মাটি কাটার কাজ করাচ্ছিলেন। এক পর্যায়ে মাটির নিচে মূর্তির মাথাটি পাওয়া যায়। পরে রামপাল ইউপি সচিব মোহাম্মদ কবির হোসেন ও ইউপির প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারী মূর্তিটি জেলা প্রশাসন কার্যালয়ের ট্রেজারিতে জমা দেন।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া মূর্তির মাথার ওজন চার কেজি ৭৮৯ গ্রাম। প্রাথমিক নিরীক্ষার পর এটি কষ্টিপাথরের বলে মনে হচ্ছে। তবে সেটি যাচাইয়ের জন্য ঢাকায় পাঠানো হবে।