ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশু বক্তা রফিকুলের জামিন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৯, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না এবং প্রতি মাসে থানায় দুবার হাজিরা দেবেন এমন শর্তে চার মামলায় শিশু বক্তা রফিকুল ইসলামকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। 

এখন আর রফিকুল ইসলামের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। রফিকুলের পক্ষে শুনানি করেন আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

রাষ্ট্রবিরোধী বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২০২১ সালের ৭ এপ্রিল রাতে রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র‍্যাব। পরদিন গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এরপর গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।