ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে প্রথম আলো প্রমাণ করেছে, খবরটি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক : নানক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৯, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

গত ২৬ মার্চ দৈনিক প্রথম আলো যে সংবাদ প্রকাশ করেছিল, তা প্রত্যাহার করে নিয়ে তারাই প্রমাণ করেছে খবরটি ছিল ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক। এই প্রতিবেদনকে ষড়যন্ত্রমূলক বলেও দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। 

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন নানক। প্রথম আলোয় প্রকাশিত ওই প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।’

মানববন্ধনে নানক বলেন, ‘সেই প্রতিবেদক ও নির্বাহী সম্পাদক খবরটি প্রত্যাহার করে নিয়ে প্রমাণ করেছেন খবরটি ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক, ষড়যন্ত্রমূলক।’

সাংবাদিকতা নৈতিকতার সঙ্গে পরিপূর্ণ উল্লেখ করে নানক বলেন, ‘সাংবাদিকতার সঙ্গে নৈতিকতাও রক্ষা করতে হবে। সাংবাদিকতার সঙ্গে অপসংবাদিকতা প্রমাণিত হলে আমরাও ছেড়ে দেব না। আমরা প্রতিবাদে নেমেছি, প্রতিবাদ করতেই থাকব এবং ষড়যন্ত্রের বিষদাঁত আমরা ভেঙে দেব।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের মহান স্বাধীনতার ৫২ বছর দেশবাসী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছিল। তখন দেশের একটি জাতীয় দৈনিকের (প্রথম আলো) একটি বিশেষ সংবাদ দেশবাসীর দৃষ্টিকটু হয়। এই ষড়যন্ত্রমূলক ও গল্পকাহিনির প্রতিবাদে রাস্তায় নেমেছে মহিলা আওয়ামী লীগ। স্বাধীনতার ৫২ বছরে এসেও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে মিথ্যাচারের বিরুদ্ধে, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে। এই পবিত্র মাহে রমজানেও প্রতিবাদ করতে হচ্ছে স্বাধীনতাবিরোধী সাংবাদিকতার বিরুদ্ধে।’

এ ঘটনাকে ১৯৭৪ সলে ইত্তেফাকে প্রকাশিত কুড়িগ্রামের চিলমারির বুদ্ধিপ্রতিবন্ধী বাসন্তীর ঘটনার সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ১৯৭৪ সালে দেশের পরিস্থিতি বোঝাতে জাল গায়ে দিয়ে বাসন্তীর ছবি ছাপিয়েছে। সারা বিশ্বকে একটি বার্তা দিয়েছিল এবং স্বাধীনতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিল। সেই ষড়যন্ত্র এখনো চলমান। এই পত্রিকা (প্রথম আলো) সব সময় আমাদের নেত্রীর বিরুদ্ধে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।’

ষড়যন্ত্র করে কোনো লাভ নেই উল্লেখ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন-অগ্রগতির এই ধারা কোনোভাবেই ব্যাহত করা যাবে না।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাসহ সংগঠনের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার নেতারা।