ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার পার পাওয়া যাবে না সংবিধানের দোহাই দিয়ে : আমির খসরু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৯, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। সংবিধানের দোহাই দিয়ে এবার আর পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। সরকারকে উদ্দেশ্য করে এমন কড়া হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আমির খসরু বলেন, ‘একটা কথা আজকে পরিষ্কার করে বলতে চাই-সংবিধানের দোহাই দিয়ে রেহাই পাবেন না। সংবিধান আগে সংশোধন করেন আর পরে সংশোধন হোক, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। চিন্তা করে বলতে হবে। সবকিছু কেড়ে নিয়ে সংবিধানের দোহাই দিয়ে এবার পার পাওয়া যাবে না।’

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত ওই সভায় সরকারের সমালোচনা করে আমির খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতা দখল করতে চায় সরকার। এর জন্য যে কাজগুলো করতে হচ্ছে, সেগুলো হচ্ছে-গুম, খুন, মিথ্যা মামলা, গায়েবি মামলা, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, জনগণের জীবনের নিরাপত্তা কেড়ে নেওয়া। সবকিছুর মূলে হচ্ছে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে অব্যাহতভাবে ক্ষমতা দখল করার জন্য এই সবকিছু করা হচ্ছে। এসবের পেছনে তাদের (সরকার) একটাই যুক্তি আর তা হচ্ছে–সংবিধান মোতাবেক নাকি নির্বাচন করতে হবে।’

আমির খসরু বলেন, ‘যে সংবিধান ভোটের অধিকারকে নিশ্চিত করেছে, সেই সংবিধান লঙ্ঘন করে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। গুম-খুন, নির্যাতন করা হচ্ছে—সেটা সংবিধান লঙ্ঘন নয়? শুধুমাত্র ভোট কেড়ে নেওয়ার জন্য সংবিধানের দোহাই দিলে সেটা জনগণ মেনে নেবে?’

এদিন গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে গণতান্ত্রিক দল হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন গণতন্ত্র হত্যা করেছে, সেই প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘অনেকে বলেন বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছে, জিয়াউর রহমান সৈনিক ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত দল নাকি ক্যান্টমেন্টের দল। তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, যদিও সেটা বাস্তব সত্য নয়। আওয়ামী লীগের জন্ম ক্যান্টনমেন্টে নয়, যারা নিজেদের গণতান্ত্রিক দল বলে দাবি করে, তারা কেন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করছে? স্বাধীনতার পর বাকশাল করে একবার গণতন্ত্র হত্যা করেছে, আবার এখন গণতন্ত্র হত্যা করেছে।’