ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোটাধিকার কেড়ে নিয়ে এখন মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হচ্ছে : সাকি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৭, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ভোটাধিকার কেড়ে নিয়ে এখন মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আজ রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জুনায়েদ সাকি বলেন, ‘এত আত্মত্যাগ, এত রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আমাদের স্বাধীনতা, আমাদের রাষ্ট্র। এই রাষ্ট্রে ৫২ বছর পরে এসে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সেটিকে আবার মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হয়, উন্নয়ন দিয়ে জায়েজ করা হয়। অথচ সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস, তাদের জীবনে কিন্তু মুক্তি আসেনি বলে।’

জুনায়েদ সাকি আরও বলেন, ‘রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে অল্পসংখ্যক মানুষ ধন-সম্পদের মালিক হয়েছেন। তুলনায় যাঁরা সম্পদ সৃষ্টি করেন তাঁদের জীবন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। যারা আগে যে মানের জীবনযাপন করত, তাদের একই মানের জীবন যাপন করতে আরো বেশি শ্রম দিতে হচ্ছে। এই বস্তবতাই আমাদের এখানে তৈরি হয়েছে। এর মূল কারণ হচ্ছে আমাদের এখানে যে শাসনব্যবস্থা তৈরি হয়েছে, গঠনগত দিক দিয়ে তা স্বৈরাচারী।’

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাস নাইম বাবু, ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বাচ্চু মিয়া, আশুলিয়ার প্রধান সমন্বয়কারী এফ এম নুরুল ইসলাম, নির্বাহী সমন্বয়কারী রোকনুজ্জামান মনিসহ আরও অনেকে।