ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমরা এখন ডিজিটাল বাংলাদেশে পৌঁছে গেছি, শেখ হাসিনাকে কেউ দাবায়ে রাখতে পারেনি-বিভাগীয় কমিশনার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৭, ২০২৩ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান বলেন, আহমদ ছফা লিখেছিলেন, চর্যাপদ শ্রেষ্ট গীতিকাব্য নয়, মধ্যযুগের পদাবলীও শ্রেষ্ট কাব্য নয়। শ্রেষ্ট গীতিকাব্য হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ “আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না” । আজকে বাংলাদেশের যে উন্নতি হয়েছে তা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মধ্যেদিয়ে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশে পৌঁছে গেছি এবং শেখ হাসিনাকে কেউ দাবায়ে রাখতে পারেনি।

 

আজ চট্টগ্রামের সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান’র সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মোবারক, বিশেষ অতিথি হিসেবে পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ, ভারপ্রাপ্ত কমান্ডার এ.কে.এম সরোয়ার কামাল বক্তৃতা করেন।

 

এসময় চট্টগ্রাম জেলার অসংখ্য মুক্তিযোদ্ধাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯৮জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে কিন্তু মুক্তিরযুদ্ধ এখনো চলমান। আমরা এমন এক বাংলাদেশে বাস করছি যেখানে জোয়ার-ভাটা দুটোই আছে। এখানে ছিল নবাব সিরাজ-উদ-দোল্লা আবার মীরজাফরও ছিল। এখানে ছিল মুক্তিযোদ্ধা আবার রাজাকারও। এখনও আমাদের দেশে কিছু মানুষ আছে যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পক্ষ নিয়ে কথা বলে। তাই আমি বলি মুক্তিযুদ্ধ শেষ হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ চলমান।

 

পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ তার বক্তব্যে বলেন, আজকের এ ডিজিটাল বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের অবদান। মুক্তিযোদ্ধারা ভয়ভীতি উপেক্ষা করে বঙ্গবন্ধুর খুনীদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল বলে তাদের ফাসি কার্যকর হয়েছে। এ সরকার যাতে নির্বাচনে জয় লাভ করে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে পারে তার জন্য আমাদের কাজ করে যেতে হবে ।