ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি গ্রহণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৪, ২০২৩ ৪:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে গত ৫ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

 

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়স্থ শেখ রাসেল চত্বরে ৩১ বার তোপধ্বনি ও মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

 

দিবসের মূল কর্মসূচি শুরু হবে সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এসময় পুলিশ, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও সিডিল ডিফেন্স, আনসার-ভিডিপি, বিএনসিসি ও শিক্ষার্থীদের সমন্বয়ে কূচকাওয়াজ ও শরীর চর্চা অনুষ্ঠিত হবে।

 

বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি জাতীয় পতাকা উত্তোলন ও কূচকাওয়াজে সালাম গ্রহণ করবেন।

 

স্বাধীনতা দিবসের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকল হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযতœ কেন্দ্রসমুহে উন্নতমানের খাবার পরিবেশন, জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের শান্তি কামনায় মসজিদ মন্দির গীর্জা প্যাগোড়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সিনেমা হলসমূহে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং জেলার সকল উম্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন। এছাড়া রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’’ বিষয়ে আলোচনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল, শিশু পার্ক, যাদুঘর ও চিড়িয়াখানা শিশুদের জন্য বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থা এবং ডিস ক্যাবল অপারেটর কর্তৃক মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন প্রভৃতি।

 

বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ সকল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।