ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবসে ১ মিনিটের প্রতীকি ব্ল্যাক-আউট

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৪, ২০২৩ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে গত ৫ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

 

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ১ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা, জনবহুল স্থানে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, গণহত্যা দিবসের দিন বাদ জোহর সমগ্র জেলায় নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। এছাড়া রয়েছে সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐদিন রাত ১০.৩৫টায় ফয়েজ লেকস্থ বধ্যভূমিতে গণহত্যা দিবসের শহিদদের স্মরণে আলোক প্রজ্জলন।

 

২৫ মার্চ রাত ১০.৩০ থেকে ১০.৩১ টা-১ মিনিট জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে সমগ্র চট্টগ্রামসহ সারা দেশে থাকবে প্রতীকি ব্ল্যাক-আউট। তবে কেপিআই বা জরুরি স্থাপনাসমূহ এর আওতা বহির্ভূত থাকবে।