ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘অবৈধ দলের অবৈধ মহাসচিব’ মির্জা ফখরুল : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৩, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘অবৈধ দলের অবৈধ মহাসচিব’ আখ্যায়িত করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপির একটা গঠনতন্ত্র আছে। সেখানে কোথায় আছে, ফখরুল (সম্মেলন ছাড়া) ১২ বছর ধরে মহাসচিব? সে তার বৈধতা হারায়নি? সে যে পদত্যাগ দাবি করে, তার নিজেরই তো পদত্যাগ করা উচিত। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ীই তো সে অবৈধ হয়ে গেছে।’ গত ১২ বছরে আওয়ামী লীগের তিনবার সম্মেলনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির একটাও হয়নি। সরকারের পদত্যাগ! আন্দোলনে ব্যর্থতার জন্য ফখরুলের পদত্যাগ করা উচিত।’

বুধবার সকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগের ওই সাক্ষাৎ হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় এ প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের প্রতি তত্ত্বাবধায়ক সরকারের ‘ভূত’ মাথা থেকে নামিয়ে ফেলার আহ্বান জানান তিনি।

বিএনপির অবস্থা এখন শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে। সামনেও যায় না, পেছনেও যায় না; ডানেও যায় না, বাঁয়েও যায় না।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল বলেন, আমরা নাকি গণতন্ত্র ধ্বংস করেছি। গণতন্ত্রকে তোমরা কবর দিয়েছ। ভুয়া ভোটার তালিকা করে মাগুরার নির্লজ্জ উপনির্বাচনের কথা ভুলে গেছেন? গণতন্ত্র হত্যা বিএনপি করেছে। তাদের হাতে এই দেশ আর যাবে না।’ বিএনপি ধ্বংস করেছে, শেখ হাসিনা মেরামত করেছেন দাবি করে ওবায়দুল কাদের বলেন, এখন তারা রাষ্ট্র মেরামতের ২৭ দফা, সরকার উৎখাতের ১০ দফা দিচ্ছে। এগুলো সব ভুয়া। এসব দফা, তাদের আন্দোলন, পদযাত্রা-বিক্ষোভ মিছিল সব ভুয়া। তাদের নেতাও ভুয়া।