বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। দোকান বন্ধের পর কোনো এক সময় তার পাশের দোকান বিনোদপুর জুয়েলার্সের কোলঘেঁষে চোরের দল মাটির নিচ দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় ফুট সুড়ঙ্গ খনন করেছে। কংক্রিটের মেঝে ভেঙে দোকানে প্রবেশ করে চুরি সংঘটিত করে। শুক্রবার সকাল ৯টার দিকে প্রতিবেশী এক ব্যবসায়ী সুড়ঙ্গ দেখতে পেয়ে তাদের খবর দেন।
পরে সেখানে গিয়ে দোকান খুলে দেখতে পান সবকিছু এলোমেলো। স্বর্ণালঙ্কারের প্যাকেট ও কার্টুন চারদিক ছড়ানো-ছিটানো। তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানান। দোকান বন্ধের সুযোগে চোরের দল বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী যেকোনো সময়ে সুড়ঙ্গ খনন করে চুরি সংগঠিত করেছে বলে ধারণা করছেন তিনি। তবে কী পরিমাণ স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার খোয়া গেছে তাৎক্ষণিকভাবে বলতে পারছেন না।