ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আই আই ইউ সি ফুটসাল কাপ -২০২৩ সম্পন্ন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৮, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ফুটবল ক্লাবের(IIUC FC) উদ্যেগে দ্বিতীয় বারের মত আই আই ইউ সি ফুটসাল কাপ ২০২৩ নগরীর কে বি কনভেনশন সংলগ্ন কে .বি টার্ফে ১৬ এবং ১৭ তারিখ অনুষ্ঠিত হয় । ১৬ মার্চ সকাল ১০ ঘটিকায় ট্যুর্নামেন্টটির উদ্ধোধন হয় যাতে মোট ৩২ টি দল অংশগ্রহণ করে। যেখানে ফাইনালে উত্তীর্ণ হয় টিম ইউনাইটেড এফসি ও আই আই ইউ সি ব্যাংক কলনী টিম। ফাইনাল ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে আই আই ইউ সি ব্যাংক কলনী টিম।

 

ট্যুর্নামেন্ট এর সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার গ্রহণ করে যথাক্রমে আব্দুল্লাহ আল আরমান, মোহাম্মদ ইমরান ও ইমরান মুন্না।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক জনাব মোঃ খোরশেদ আলী৷ বিশেষ অতিথি হিসেবে উপ্স্থিত ছিলেন ই এস মার্কেটিং এক্স (ES MarketingX) এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ একরামুল হোসেন এবং ম্যানেজার অমিও রহমান মুন্না।

 

এই ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো ফুটবলের মাধ্যমে নিজেদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট এর প্রাক্তন ও বর্তমান ছাত্রদের একটি মিলন মেলা তৈরী করা যেখানে একে অপরের সাথে বন্ধন দৃঢ় হবে যা মাদক সেবন,অনলাইন আসক্তি থেকে দূরে রেখে তরুনদের শারিরীক ও মানসিক স্বাস্থের উন্নতিতে ভূমিকা রাখবে।

 

এই টুর্নামেন্টের আয়োজক কমিটি হিসেবে ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ফুটবল ক্লাবের (IIUC FC) সদস্য রুবায়েত হাসান, নাজমুল হাসান, ফাহিম ফয়সাল, আসিফ রশীদ, ইতু, আকিফ এবং উক্ত টুর্নামেন্ট আয়োজনে প্লাটিনাম স্পন্সর হিসেবে অন্যতম ভূমিকা পালন করে

ই এস মার্কেটিং এক্স (ES MarketingX)।

 

ই এস মার্কেটিং এক্স হলো অনলাইন ভিত্তিক একটি মার্কেটিং এজেন্সি। সকল ধরনের অনলাইন মার্কেটিং ছাড়াও তারা বিভিন্ন ধরনের ধরনের ফ্রিল্যান্সিং কাজ করে থাকে যা দেশ ও দেশের বাইরেও সুনাম অর্জন করেছে। তরুন সমাজকে হালাল উপায়ে অনলাইনে ফ্রিল্যান্সিং এ উদ্বুদ্ধ করে থাকেন প্রতিষ্ঠানটি । এই ধরনের টুর্নামেন্টে পৃষ্ঠপোশকতার জন্য আই আই ইউ সি ফুটবল ক্লাবের সদস্যরা ও অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক জনাব মোঃ খোরশেদ আলী ইএস মার্কেটিং এক্স কে(ES MarketingX) কে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানান।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উৎসবমুখোর পরিবেশে জমজমাট এই দুই দিন ব্যাপি আই আই ইউ সি ফুটসাল ট্যুরনামেন্ট ২০২৩ সিজন ২ এর সমাপ্তি ঘটে ।