ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো জোড়া সিংহ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৭, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম চিড়িয়াখানায় দুটি সিংহ এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে। একই চালানে এসেছে আরো চার জোড়া ‘ওয়াইল্ড বিস্ট’। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে বন্য প্রাণীগুলো চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ।

চিড়িয়াখানার নিজস্ব তহবিল থেকে এক কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সিংহসহ পাঁচ ধরনের প্রাণী কেনার প্রকল্পের অংশ হিসেবে এলো এগুলো। প্রাণী আমদানিকারক প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে এর আগে ২০২২ সালের অক্টোবর প্রথম দফায় নেদারল্যান্ডস থেকে তিন জোড়া করে ক্যাঙ্গারু ও লামা আনা হয়। এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসে তিন জোড়া লাল-সবুজ ম্যাকাও পাখি আনা হয়।

শেষ ধাপে বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া সিংহ ও চার জোড়া ওয়াইল্ড বিস্ট এসে পৌঁছেছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, এসব প্রাণী আমদানিকারক প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের অধীনে ১৫ দিন কোয়ারেন্টিনে থাকবে। এরপর সুস্থতা সাপেক্ষে সেগুলো বুঝে নেওয়া হবে। এর মধ্যে যেকোনো কিছুর দায়-দায়িত্ব আমদানিকারক প্রতিষ্ঠানের।

প্রসঙ্গত বছর সাতেক আগে ধুমধাম করে বিয়ে দেওয়া হয় চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহ জুটি বাদশাহ-নোভার। তবে এ সময়ে বংশ বাড়েনি এ জুটির।

নগরীর একমাত্র এ চিড়িয়াখানায় বর্তমানে প্রায় ৭৩ প্রজাতির ছয় শতাধিক পশু-পাখির মধ্যে এ সিংহ জুটির বয়স ১৮ বছরেরও বেশি। এর মধ্যে প্রায় ১১ বছর একাই ছিল নোভা নামের সিংহটি।