ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাতে মুখোমুখি রিয়াল-লিভারপুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৫, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলের লজ্জা দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে অলরেডদের বিপক্ষে এটিই সর্বোচ্চ গোলের রেকর্ড।সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় আজ রাত ২টায় দ্বিতীয় লেগে ফের মুখোমুখি হচ্ছে দুদল। বেনজিমা-ভিনিদের বিপক্ষে মাঠে নামার আগেই হাল ছেড়ে দিয়েছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘তিন সপ্তাহ আগে খেলার পর আমি বলেছিলাম যে, রিয়াল মাদ্রিদ পরের রাউন্ডে উঠে গেছে। তবে তিন সপ্তাহ পরে আমরা জানি এখনো একটি খেলা বাকি আছে। তিন গোলের ব্যবধান পুষিয়ে দেওয়ার মাত্র এক শতাংশ সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটুকু নিয়েই আমরা চেষ্টা করতে চাই। বেশিরভাগ মানুষ মনে করেন, আমাদের কোনো সুযোগ নেই। আমিই একমাত্র মনে করি, আমাদের সামান্য কিছু সম্ভাবনা আছে।’

মোহাম্মদ সালাহদের কোচ আরো বলেন, ‘দলটা রিয়াল মাদ্রিদ, তারা তিন গোলে এগিয়ে আছে। তবে আমাদের হারানোর কিছু নেই। আমরা সামান্য বিশ্বাস নিয়ে সুযোগ কাজে লাগাতে চাই।’

চলতি মৌসুমে লিভারপুলের পারফরম্যান্স বেশ আনপ্রেডিক্টেবল। রিয়ালের বিপক্ষে বাজেভাবে হারের পর প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে অলরেডরা। কখনো কখনো শক্তিশালী দলের বিপক্ষে জিতে যাচ্ছে, আবার কখনো দুর্বল দলের সঙ্গে হেরে যাচ্ছে ক্লপের দল।