ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের ওপর হামলা রাবিতে, চ্যানেল ২৪-এর ক্যামেরা ভাঙচুর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১২, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। রবিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১ টায়  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভনের সামনে এই হামলা হয়। এতে ঘটনাস্থলে চ্যানেল ২৪-এর ক্যামেরা ভাঙচুর করেছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

ভাংচুরের সময় কয়েকজন শিক্ষার্থী বলেন, সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা করছেন। তাদের ক্যাম্পাস থেকে বের করতে হবে। এই বলে তাদের ওপর হামলা চালান।

এর আগে, সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে সাড়ে দশটায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ সমাবেশে রুপ নেয়।

সেখানে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলতে আসলে অবরুদ্ধ হন। পরে সেখান থেকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শাবাস বাংলাদেশ মাঠে আসলে শিক্ষার্থীরা সেখানে তাদেরকে অবরুদ্ধ করেন। পরে সেখান থেকে চলে আসার পথে সিনেট ভবনের একপাশে উপাচার্যকে আবার অবরোধ করেন শিক্ষার্থীরা। বর্তমানে তিনি সেখানে অবরুদ্ধ অবস্থায় আছেন।