ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বন্দরের নিজস্ব একটি ইয়ার্ড থেকে পণ্যভর্তি কন্টেইনার পাচার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১১, ২০২৩ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বন্দরের নিজস্ব একটি ইয়ার্ড থেকে পণ্যভর্তি কন্টেইনার পাচারের ঘটনা ঘটেছে। এর মধ্যে কোনো ডকুমেন্ট ছাড়া দুটি কন্টেইনার বন্দর থেকে বের হয়ে কয়েক কিলোমিটার দূরে কাস্টমস মোড়ে পৌঁছে যায়, আরেকটি কন্টেইনার বের করার সময়ই ধরা পড়ে।

ঘটনাটি ঘটে চট্টগ্রাম বন্দরের নিজস্ব সাউথ কন্টেইনার ইয়ার্ড; যেটি চট্টগ্রাম ড্রাইডকের আগে সড়কের পশ্চিম পাশে অবস্থিত।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকালে কিন্তু বিষয়টি জানাজানি হয় শুক্রবার (১০ মার্চ) বিকালে। কন্টেইনার বের করার পর বন্দরের নিজস্ব গোয়েন্দার হাতেই বিষয়টি ধরা পড়ে।

ঘটনার পর আসামিদের ধরতে যখন বন্দর কর্তৃপক্ষ বাদি হয়ে ইপিজেড থানায় একটি মামলা করে এরপরই বিষয়টি প্রকাশ পায়। এর আগ পর্যন্ত গোপন রেখেছিল বন্দর কর্তৃপক্ষ।

পাচার হয়ে যাওয়া কন্টেইনারগুলোর মধ্যে ছিল আমদানি করা এক কন্টেইনার প্লাস্টিক দানা। আমদানিকৃত কাপড়। সব পণ্যের দাম অর্ধ কোটি টাকার মতো।

মামলার এজাহার এবং ধরা পড়া আসামিদের তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরেরই নিরাপত্তা কর্মকর্তা এবং পরিবহন বিভাগ, আনসার বাহিনীর সদস্য এবং গাড়িচালকরা যোগসাজশে এই পণ্য চুরির ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরের এত নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে কোনো ডকুমেন্ট ছাড়া পণ্যভর্তি কন্টেইনার বের হয়ে গেল তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এই ঘটনায় চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের এএসআই মো. মারুফ হোসেন বাদি হয়ে ৯ জনকে আসামি করে ইপিজেড থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে আট আসামিকে গ্রেপ্তার করে।

জানতে চাইলে বাদি এএসআই মো. মারুফ হোসেন বলেন, আমার ডিউটি ছিল সকাল ৮টায় কিন্তু পৌঁছাতে আধা ঘণ্টা দেরি হয়। ঠিক ওই সময়েই ঘটনাটি ঘটে। পরে বন্দরের নিরাপত্তা গোয়েন্দা মিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি দুটি কন্টেইনার বের হয়ে গেছে। একটি কন্টেইনার বের হচ্ছিল। পরে সেটি থামাই।

তিনি বলেন, এই ঘটনায় ৯ জন আসামিসহ অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করে মামলা দায়ের করি। মামলায় এখন পর্যন্ত বন্দরের একজন নিরাপত্তা কর্মী, একজন পরিবহন বিভাগের কর্মী এবং দুজন দায়িত্বরত আনসার সদস্য এবং বাকি চারজন গাড়ির চালক ও হেলপার আটক করে পুলিশ।

জানা গেছে, চট্টগ্রাম ইপিজেড থানার অধীন চট্টগ্রাম ড্রাইডকের আগে বন্দরের নিজস্ব সাউথ কন্টেইনার ইয়ার্ডে এই চুরির ঘটনাটি ঘটে। এই ইয়ার্ডে মূলত বন্দরের অকশন কন্টেইনার রাখা হয়। অকশনযোগ্য সব পণ্য বন্দরের মূল ইয়ার্ড থেকে বের করে সেখানে রাখা হয়। অকশন শেষে সেখান থেকে ডেলিভারি দেওয়া হয়। গত ৯ মার্চ সকালে এই ঘটনা ঘটে।

জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, মূলত বন্দরের কর্মী, গাড়ি চালকদের যোগসাজশে এই কাজটি হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে। কারণ সংরক্ষিত এলাকায় অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশের সুযোগ নেই। তদন্তে আরো অনেক কিছুই বেরিয়ে আসবে।

তিনি বলেন, এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছি এবং কন্টেইনার দুটি উদ্ধার করা হয়েছে। আটজনের মধ্যে একজন বন্দর নিরাপত্তা কর্মী, একজন পরিবহন বিভাগের কর্মী, দুজন আনসার সদস্য এবং বাকি চারজন গাড়িচালক ও হেলপার।