ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কথা রাখলেন চট্টগ্রামের ডিসি ফখরুজ্জামান 

তানভীর মাসুদ | সিটিজি পোস্ট
মার্চ ১০, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কথা দিয়ে কথা রাখলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চট্টগ্রামের ডিসি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান । গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামের একটি অনুষ্ঠানে ডিসি ফখরুজ্জামান বলেছিলেন,

“খেলার মাঠে শুধু খেলাই হবে আর কোন মেলা হতে দেয়া হবে না । এরপর গত ২ মার্চ গণমাধ্যমকে তিনি বলেছিলেন , ” আউটার স্টেডিয়াম সহ চট্টগ্রামের খেলার মাঠগুলোতে আর মেলা হতে দেয়া হবে না । আউটার স্টেডিয়াম এর মাঠ সংস্কার সহ আধুনিকায়নের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে” ।

 

চট্টগ্রামবাসীর কাছে প্রদত্ত ওয়াদা অক্ষর অক্ষরে পালন করেছেন ডিসি ফখরুজ্জামান ।

” লিডিং ই কমার্স সোসাইটি, চট্টগ্রাম ” নামের একটি প্রতিষ্ঠান গত ৯ মার্চ (বৃহস্পতিবার ) বিকেলে বাঁশ, ব্যানার, তাবু টাঙ্গিয়ে আউটার স্টেডিয়ামে মেলার প্রস্তুতি কাজ শুরু করে । খবর পেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও সদর সার্কেলের এসিল্যান্ড মোহাম্মদ রাজিব হোসেন সেখানে ছুটে যান এবং আয়োজকদের মেলা বন্ধের নির্দেশ প্রদান করেন । ফলে আয়োজক লিডিং ই-কমার্স, চট্টগ্রাম কর্তৃপক্ষ মেলা বন্ধ করেন ।

 

এই ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক লিডিং ই-কমার্স চট্টগ্রামের এক কর্মকর্তা বলেন , ” গত জানুয়ারি মাসে অগ্রিম টাকা প্রদান করে সিজেকেএস থেকে মেলা আয়োজনের অনুমতি নিয়েছিলাম । কিন্তু আজ জেলা প্রশাসন কর্তৃপক্ষ হঠাৎ করে এসে মেলা বন্ধ করতে বলেছেন তাই আমরা মেলা বন্ধ করে দিয়েছি” ।

 

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলার জন্য যে অগ্রিম টাকা প্রদান করা হয়েছিল তা ফেরত প্রদান করা হবে এবং ডিসির ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের কোন খেলার মাঠে আর মেলার আয়োজন করতে দেওয়া হবে না। ”

 

চট্টগ্রামের জেলা প্রশাসক ফখরুজ্জামানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চট্টগ্রামের ক্রীড়া প্রেমী জনগণসহ বিভিন্ন সংগঠন । চট্টলার অধিকার ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, সংগঠক ও সমাজকর্মী কায়সার আলী চৌধুরী বলেন, ” চট্টগ্রামে খেলাধুলার জন্য মাঠ সংকট দীর্ঘদিনের । খেলার মাঠে মেলা চট্টগ্রামের ক্রীড়া প্রেমী জনগণ এর কাছে ছিল বিষ ফোঁড়ার মত । অতীতে অনেকে অনেক আশ্বাস দিয়েছিল চট্টগ্রামের মাঠ সংকট সমস্যার সমাধানের । কিন্তু কেউ কথা রাখেনি। চট্টগ্রামের বর্তমান ডিসি ফখরুজ্জামান সাহেব খেলার মাঠে আর মেলা হতে দেওয়া হবে না বলে যে ওয়াদা করেছিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করায় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে উনাকে অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছি । মাঠ সংকট সহ প্রাণের চট্টগ্রামের যেকোনো যৌক্তিক সমস্যার সমাধানে ডিসি সাহেবকে সার্বিক সহযোগিতা করবো আমি” ।

 

চট্টগ্রামের ক্রীড়া প্রেমী জনগণের প্রত্যাশা , বর্তমান ডিসি ফখরুজ্জামানের হাত দিয়েই সমাপ্ত হবে চট্টগ্রামের খেলাধুলার মাঠ সংকট সমস্যার । প্রাণের উচ্ছাসে আবারো চট্টগ্রামের শিশু-কিশোর- তরুণরা মেতে উঠবে ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন খেলায় ।