ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বব্যাপী সমস্যা ইনস্টাগ্রাম ব্যবহারে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৯, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বের বিভিন্ন দেশে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন। গতকাল বুধবার থেকে হঠাৎ প্রযুক্তিগত সমস্যার কারণে ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েন তাঁরা। বিপুলসংখ্যক ব্যক্তি তাঁদের ইনস্টাগ্রাম খুলতে পারছেন না বলে জানিয়েছে ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেকটরডটকম।

ডাউনডিটেকটর বলছে, যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছবি শেয়ার করতে না পারার অভিযোগ করেছেন। এ ছাড়া যুক্তরাজ্যের প্রায় দুই হাজার এবং অস্ট্রেলিয়া ও ভারতে এক হাজারের বেশি ব্যবহারকারী ছবি শেয়ার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের মালিক মার্ক জাকারবার্গ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান-প্রদানের হোয়াটসঅ্যাপের মালিকও মেটা।