ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের সাত সদস্যের তদন্ত কমিটি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৫, ২০২৩ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীমা অক্সিজেন লিমিটেড প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সীতাকুণ্ড উপজেলাধীন কদমরসুলস্থ সীমা অক্সিজেন প্ল্যান্টে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা তদন্তে জেলা প্রশাসন,চট্টগ্রাম কর্তৃক গঠিত সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি:

১)রাকিব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আহ্বায়ক, তদন্ত কমিটি

২) উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড

৩) সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড

৪) পুলিশ সুপারের প্রতিনিধি

৫) ডিআইজি,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

৬) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি

৭) বিস্ফোরক পরিদপ্তর এর প্রতিনিধি

কমিটিকে কবে প্রতিবেদন দিতে হবে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা হয়নি।