ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিএনপি বিশ্ব চোরের উপাধি অর্জন করেছিল-তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আজকে বিএনপি সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উপস্থাপন করেছে। কিন্তু বিএনপি যে দুর্নীতির কারণে বাংলাদেশকে পরপর পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছে সেটা তারা ভুলে গেছে। দুর্নীতির কারণে বিএনপির বিভিন্ন সদস্যের শাস্তি হয়েছে। অর্থাৎ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিএনপি বিশ্ব চোরের উপাধি অর্জন করেছিল। বিশ্বচোরেরা যখন দুর্নীতির অভিযোগ করে তখন শুধু মানুষ নয় গাধাও হাসে, হনুমানও ভেংচি কাটে।

 

আজ নগরীর এম. এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামের মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে বীর মুক্তিযুদ্ধা মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ সদস্য সুর্বণা মুস্তাফা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ১০নং ওর্য়াড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ বক্তৃতা করেন। এখানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ হাজারো বইপ্রেমী উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রব্যমূল্যর উর্ধ্বগতির কথা বলছেন। রাশিয়া-ইউক্রেন ও করোনা মহামারির কারণে সমগ্র পৃথিবীতে দ্রব্যমূল্যর বাজার অস্থিতিশীল। বিশ্বে বিভিন্ন দেশের মূল্যস্ফীতির তুলনায় আমাদের দেশের মূল্যস্ফীতি অনেক কম। আমি বিএনপিকে বলব পৃথিবীর দিকে চোখ মেলে তাকানোর জন্য এবং নিজেদের মুখ যেন আয়নায় দেখে তারা কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

 

এসময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে বলেন, বই হচ্ছে অতীত ও বর্তমানের মধ্যে বেধে দেয়া একটি সাঁেকা। আগে বইপড়ার যে অভ্যাস সকলের মধ্যে ছিল বর্তমানের তরুণ ও কিশোরদের মাঝে তা নেই। এর একটি বড় কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম। ছাত্রছাত্রীরা বই পড়ার চেয়ে মোবাইলেই বেশি মগ্ন থাকে। এ পরিস্থিতি থেকে আমাদের কিশোর তরুণদের রক্ষা করা ও বই পড়ার প্রতি জোড় দিতে হবে। তা নাহলে যে প্রজন্ম আসবে তারা প্রযুক্তিতে সমৃদ্ধ হলেও জ্ঞানে সমৃদ্ধ হবে না। মানুষের পাঠ অভ্যাস পুনরুদ্ধার করার জন্য বই মেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

মেলায় প্রবেশ করে তিনি বইয়ের বিভিন্ন দোকান ঘুরে দেখেন।

 

বিশেষ অতিথির বক্তৃতায় সুবর্ণা মুস্তাফা বলেন, যেকোন কিছু জানার জন্য বই অতীব জরুরি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি কারাগারে বসে অসমাপ্ত আত্মজীবনী বা কারাগারের রোজনামচা না লিখতেন তাহলে কারাগারে বঙ্গবন্ধু জীবন কিভাবে কেটেছে তা আমরা জানতে পারতাম না। বই আমাদের জীবনে অকৃত্রিম বন্ধু যার কাছ থেকে আমরা শুধু নিই ফিরিয়ে দেয়ার কোন দায় নেই।