ঢাকাশুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যাক্তির পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

মোঃ হাসান মিয়া | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির জামছড়ি সীমান্ত পয়েন্ট দিয়ে ভুলবসত পার হয়ে পড়ে মিয়ানমার অভ্যন্তরে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক ব্যাক্তির গুরুতর আহত হয়েছে।

আহত ব্যক্তির নাম মোঃ গোলাম আকবর (২৫) সে সদর ইউপির জামছড়ি গ্রামের ছৈয়দ আজিম সাওদাগরের ছেলে।

ওয়ার্ড মেম্বার ছাবের আহমেদ জানান,শনিবার (২৫ ফেব্রুয়ারি বেলা আনুমানিক আড়াই টার সময় উপজেলার সদরের জামছড়ি সীমান্তের ১১ বিজিবির অধীনস্থ বিও‌পির ৪৫ নং পিলার এলাকা দিয়ে সে দেশের অভ্যন্তরে এটি ছোটখাটো ঘটনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায় বার্মিজ গরু আনার জন্য অবৈধভাবে মিয়ানমারের অনুপ্রবেশ কালে সীমান্তের শূন্য রেখায় এ ল্যন্ড মাইন বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি উড়ে যায়। এছাড়াও তার শরীরের কয়েকটি স্থানে মারাত্মক জখম হয়। বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন নাইক্ষ‍্যংছড়ি থানার ওসি তদন্ত শাহজাহান।