ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে ম্যাজিস্ট্রেট পীযূষের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা গুনল ২ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ২টি হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) পীযূষ কুমার চৌধুরী অভিযান চালিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে কর্ণফুলী চক্ষু হাসপাতালকে ১ লাখ টাকা এবং সাউথ হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করেন ।

 

অভিযানের ব্যাপারে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী বলেন, ” নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় কর্ণফুলী উপজেলার ২ টি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে কর্ণফুলী চক্ষু হাসপাতালের কোন কাগজপত্র না থাকায় তাদেরকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি তাদেরকে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে । উক্ত সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে হাসপাতালটি সিলগালা করা হবে । এছাড়া সাউথ হাসপাতাল কে ভুল পরীক্ষায় ডাক্তারের স্বাক্ষর ও বিভিন্ন অনিয়মের কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে । এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ” ।

 

উক্ত অভিযানে পীযূষ কুমার চৌধুরী কে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার সিরাজুল মনোয়ার আশফাক । এ সময় কর্ণফুলী থানা পুলিশ টীম ও আনসার সদস্যের উপস্থিত ছিলেন ।