ঢাকাবুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্নায়ুর লড়াই এ সাইবার ট্রাইবুনালের শরণাপন্ন হলেন আয়ান শর্মা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফোনে হুমকি, সাম্প্রদায়িক উস্কানি ও মানহানিকর সংবাদ পরিবেশনের অভিযোগে চট্টগ্রামে দৈনিক আমাদের পত্রিকার সম্পাদক ও শিল্প প্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের এমডির বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনালে মামলা করেছেন “দৈনিক চট্টগ্রাম প্রতিদিন ” পত্রিকার উপদেষ্টা ও প্রকাশক আয়ান শর্মা।

 

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে উপস্থিত হয়ে আয়ান শর্মা মামলা (ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১/৩৫ ধারায়) দায়ের করেন। মামলা নম্বর ৯৩/২৩।

 

 

উক্ত মামলায় আসামীরা হলেন দৈনিক আমদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সরোয়ার, প্রতিবেদক মেহেদী হাসান, আমাদের সময়ের শেয়ার হোল্ডার ও পিএইচপি গ্রুপের এমডি মো. ইকবাল হোসেন চৌধুরী ও রিপোর্টার মো. মহিউদ্দিন।

 

সাইবার ট্রাইবুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে নগর পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

 

মামলার বাদী আয়ান শর্মা আদালতকে জানান, গত ১৫ ফেব্রুয়ারি দৈনিক আমাদের সময়’র পত্রিকায় ‘কয়লা আয়ান শর্মার ময়লা যায়নি’ শিরোনামে মিথ্যা তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। যা ফেইসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এরপর গত ১৯ ফেব্রুয়ারি ‘দখল-চাঁদাবাজ চক্রের আয়ান শর্মা দেখান পত্রিকার ভয়’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয় ওই পত্রিকায়। এসব সংবাদ সংশ্লিষ্টরা নিজেদের ফেইসবুকে তা প্রচার করেন।

 

মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, চট্টগ্রামে পাহাড়ের টিলা কেটে বাঁধ দিয়ে পাহাড়ি প্রাকৃতিক ছড়া বন্ধ করে দেওয়ায় পরিবেশ অধিদপ্তর মামলা করে চট্টগ্রাম ভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির অঙ্গপ্রতিষ্ঠান পিএইচপি ফ্লোট গ্লাসের তিন কর্মকর্তার বিরুদ্ধে। এই মামলার খবর প্রকাশ করার পর পিএইচপির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইকবাল হোসেন বাদীকে টানা দুই দিন ফোন করে অশালীন ভাষায় হুমকি দেন। এ সময় তিনি সাম্প্রদায়িক আক্রমণ ছাড়াও বহুবার রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে সরাসরি তুলে নেওয়ার হুমকি দেন। এছাড়া তিনি একই ধরনের হুমকি দিয়ে অন্তত ৭৯টি এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠান তার মোবাইল নম্বর থেকে।

 

বাদী পক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী বলেন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে পেশাগত, সামাজিক ও পারিবারিক সুনাম ক্ষুন্ন ও নষ্ট করতেই আসামীরা মিথ্যা, বানোয়াট, কুৎসাপূর্ণ ও আক্রমণাত্মক সংবাদ প্রচার করেছে। আদালত অভিযোগ আমলে নিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে আগামী ২৭ এপ্রিল পরবর্তী শুনানির ধার্য তারিখে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশও দিয়েছেন।

 

উল্লেখ্য, বিগত এক সপ্তাহের ও বেশী সময় যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বাংলাদেশের মিডিয়া পাড়ায় বহুল আলোচিত বিষয় ছিল “দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে”র উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার সাথে শিল্প গ্রুপ

পি এইচ পি এর (এমডি) ইকবাল হোসেনের স্নায়ুর লড়াই । অবশেষে তা সাইবার ট্রাইবুনাল পর্যন্ত গড়ালো ।