ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের বাড়িতে ছেলেকে নিয়ে বুবলী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ বার্তায় নিজের ভালোবাসা দিবসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। ছবিগুলো তুলেছেন শাকিবের বাগানবাড়িতে। জান্নাত নামের এই বাড়িটি শুটিং হাউজ হিসেবেও ব্যবহৃত হয়। 

ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন- শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ক্যাপশনের সঙ্গে কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ছবিতে দেখা গেছে, মা-ছেলে দুজনই ভালোবাসার লাল রঙে সেজেছেন। মা বুবলী পরম আদরে কোলে জড়িয়ে রেখেছেন ছেলে বীরকে। অভিনেত্রীর পরনে রয়েছে লাল-কালো রঙের একটি গাউন। আর বীরের পরনে একই রঙের টি-শার্ট ও কালো প্যান্ট।

বুবলীর পোস্টের নিচে প্রচুর প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। কমেন্ট পড়েছে হাজারের ওপরে।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘লোকাল’। এতে একজন নেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি নির্মাণ করছেন সাইফ চন্দন। বর্তমানে এই ছবির শুটিং নিয়েই ব্যস্ত বুবলী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।