ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আওয়ামী লীগের কার্যালয়ে চট্টগ্রাম -৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসন এর আওতাধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউপি চেয়ারম্যান এবং নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ নেতা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, প্রত্যেকটা ইউনিয়নে উপকারভোগীদের সমাবেশ হবে এবং আমি ভার্চুয়ালি সব সমাবেশে যোগদান করব। একদিনে দুইটাও হতে পারে এবং এটা কিভাবে সম্ভব তা এ মিটিংয়ের পরে আপনারা ঠিক করে নিবেন। রাঙ্গুনিয়ার ৭ নিবার্চনী এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররেদর নিয়েও একটা সৌজন্য বৈঠক করব। এছাড়া আমরা তৃণমূলের প্রতিনিধি সভা করব তিনটা। এবং যেসব ইউনিয়নে এখনও মহল্লা কমিটি গঠন করা হয়নি সেসব এলাকায় এমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে।

 

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদার’র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম’র সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, উপজেলা পৌরসভার মেয়র সাহজাহান সিকদার। এছাড়াও এখানে উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় তিনি নেতাকর্মীদের সর্তক করে বলেন বিএনপি কিন্তু ঘাপটি মেরে বসে আছে। কারও তৎপরতা নাই বিধায় একদম খালি মাঠ বলে মনে করে কাউকে দূর্বল ভাবা উচিত নয়। সেজন্য সংগঠনকে গোছাতে হবে এবং সেটাকে কিভাবে গোছাতে হবে তা নিয়ে আলোচনা করার জন্য আজকের এ সভার আয়োজন করা হয়েছে ।