ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ‌র্থিক অনিয়মের দায়েই কি জু‌রিখে তলব বাফুফের চার কর্তাকে !

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাধিক বেতনভুক্ত কর্মকর্তা অবস্থান করছেন সুইজারল্যান্ডের জুরিখে। অথচ ফিফা সদর দপ্তরে তাদের উপস্থিতি নিয়ে কিছুই জানেন না বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন! এতেই সন্দেহ প্রকট হচ্ছে—তবে কি দুর্নীতির অভিযোগে জেরার মুখে বাফুফের দায়িত্বশীল কর্মকর্তারা?

খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ সম্পাদকসহ বাফুফে কর্মকর্তারা দুবাই হয়ে ফিফার সদর দপ্তর জুরিখে পৌঁছেছেন। বাফুফের এ বেতনভুক্ত কর্মকর্তাদের জুরিখ ভ্রমণ প্রসঙ্গে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের মতামত জানতে চাওয়া হলে প্রসঙ্গ এড়িয়ে স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, ‘আমি জানি না আপনি কী নিয়ে কথা বলছেন।’

সম্প্রতি ক্রয়-বিক্রয়সংক্রান্ত অনিয়মের কারণে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অর্থ সহকারী অনুপম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্বফুটবল সংস্থা ফিফা।

বাফুফে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারণ দর্শানোর জবাবে সন্তুষ্ট হয়নি ফিফা। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির নির্দেশ দেয় ফিফা। এ কারণে জুরিখে গেছেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, অর্থ সহকারী অনুপম সরকার, ম্যানেজার কম্পিটিশনস জাবের বিন তাহের আনসারী ও হাসান মাহমুদ। অভিযুক্ত বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

কর্মকর্তাদের জুরিখে গমনের ইস্যুর মতো এর আগে কারণ দর্শানোর বিষয়টিও উড়িয়ে দিতে চেয়েছিলেন কাজী মো. সালাউদ্দিন। ঘটা করে সংবাদ সম্মেলনে তিনি সেবার বলেছিলেন, ফিফার এমন কোনো নোটিশ পায়নি বাফুফে। একপর্যায়ে অবশ্য বলেছিলেন, ‘এমন কিছু ঘটে থাকলে তা আমার জানা নেই।’