ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পূর্বনির্ধারিত কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। শুক্রবার সকাল এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ হামলা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা আসার আগে থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছিল টিএসসিতে। পরিষদের নেতা-কর্মীরা এলে সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। এরপর পরিষদের নেতা-কর্মীরা টিএসসি থেকে চলে যেতে চাইলে তাদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় টিএসসি গেট, ডাচ, মিলন চত্বর- এই তিন জায়গায় হামলা চালানো হয়।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ বলেন, টিএসসিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এলে তারা গেটেই আমাদের বাধা দেয়। বিদ্রূপ করে স্লোগান দিতে থাকে। আমরা চলে যেতে চাইলে আমাদের ওপর কয়েক ধাপে হামলা চালায় তারা। কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি আখতার হোসেন এবং কর্মী ইউনুস গুরুতর এবং আরো ১০ জনের বেশি আহত হয়েছেন। তাদের আমরা ঢাকা মেডিক্যালে নিয়ে আসছি।এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, সেখানে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয়লাভ করায় একদল শিক্ষার্থী মিছিল করছিল। এ সময় ছাত্র অধিকার পরিষদ খেলা হারাম এমন ফতোয়া দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।