ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমি বেলুন ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইব না : বাইডেন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

চীনা নজরদারি বেলুন গুলি করে ধ্বংস করার জন্য ক্ষমা চাইবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ড জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলুনকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান।

গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ফাইটার জেটের সাহায্যে গুলি করে ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছে, এগুলো ‘গোয়েন্দা বেলুন’। এই ঘটনার পর প্রথমবার জনসমক্ষে এ বিষয়ে বক্তব্য দিলেন বাইডেন।

তিনি বলেন, ‘আমি এই বিষয়ে চীনা প্রেসিডেন্ট শির সঙ্গে আলোচনা আশা করছি এবং আমরা এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখব।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন করে কোনো স্নায়ুযুদ্ধের সূচনা করতে চায় না। তবে আমি বেলুন ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইব না।’ মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি সব সময়ই মার্কিন জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাব।’

তিনি জানান, প্রথম বেলুনটি ধ্বংস করার পরে আরো যে বেলুন বা বস্তুগুলো নজরে এসেছিল, সেগুলো চীন বা অন্য কোনো দেশের কি না তা  নিয়ে এখনো দেশটির গোয়েন্দা সংস্থাগুলো কোনো তথ্য দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমার নিরাপত্তা রক্ষা করতে সব রকমের ব্যবস্থা নিতে অঙ্গীকারবদ্ধ তিনি।

তিনি বলেন, ‘আশা করছি এর শেষ দেখতে পাব আমরা। কিন্তু বেলুন নামানোর জন্য আমি ক্ষমা চাইব না।’

চীন বেলুনটিকে নজরদারির জন্য ব্যবহার করার কথা অস্বীকার করেছে। তারা জানায়, এটি আবহাওয়ার তথ্য সংগ্রহ করার সময় ওড়ানো হয়েছে। কিন্তু বাতাসের কারণে গতিপথ পাল্টে যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে যায়।

যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, এটি চীনা নারজদারি বেলুন। বাইডেনও মার্কিন কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলেছেন, মার্কিন ফাইটার জেট ব্যবহার করে নামিয়ে আনার আগে যে বেলুনটি আটলান্টিকের ওপর দিয়ে প্রায় ৪০ হাজার ফুট উচ্চতায় দেশটি অতিক্রম করছিল, আসলে এটি গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহৃত হয়েছিল।

সূত্র : বিবিসি