ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ অভিনেতা আসলাম তালুকদার ওরফে মান্নার ১৫তম মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অভিনেতা আসলাম তালুকদার ওরফে মান্নার আজ ১৫তম মৃত্যুবার্ষিকী। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান এই অভিনেতা। যদিও তার স্ত্রী শেলীর দাবি, ভুল চিকিৎসায় মারা গেছেন মান্না। শেলী নিজেও একজন চিকিৎসকের মেয়ে উল্লেখ করে নানা সময়ে এই মৃত্যুর পেছনে ভুল চিকিৎসার ব্যাখ্যা দিয়েছেন। এখনো তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি লড়াই লড়ছেন। 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্নার স্ত্রী শেলী মান্না ও মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা স্মরণ করছেন তাঁদের প্রিয় অভিনেতাকে।

 অনেক জনপ্রিয় চলচ্চিত্রের অভিনেতা মান্না। যার জন্য প্রতিনিয়ত মান্নাকে স্মরণ করেন এ দেশের চলচ্চিত্র নির্মাতারা।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেছিলেন, মান্নার মৃত্যুতে এ দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হয়েছে। আজ মান্না বেঁচে থাকলে, আরেক দিকে শাকিব তাহলে চিন্তা করুন কী পরিমাণ চলচ্চিত্র নির্মাণ হতো? সালমান শাহ মারা যাওয়ার পর একটা বড় শূন্যতার সঙ্গে বড় ক্ষতি হয়েছে যেমন, তেমনই মান্নার প্রয়াণের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম অভিনীত সিনেমা ‘তওবা’ (১৯৮৪)।